বিশেষ করে ভিজিটিং কার্ড তৈরি, লগো ডিজাইন, লিফলেট সহ আরো অসংখ্য ডিজাইনের কাজ খুভ সহজ ভাবে করতে Adobe Illustrator কোন তুলনা নেই। তারি ধারাবাহিকতা আমার সামান্য প্রচেষ্টায় আপনাদের কাছে কিছু Adobe Illustrator বাংলা টিটোরিয়াল তৈরি করেছি।
আউট সোর্সিং/ অনলাইনে ইনকাম করার জন্য এই কাজগুলো আপনার অবশ্যই জানা দরকার
#টিটোরিয়াগুলো আপনাদের কাছে আসবে
এখানে ক্লিক করুন: https://goo.gl/xHc6eu?sub_confirmation=1
এই কোর্সে যা থাকছে:
লোগো যে কোন প্রতিষ্ঠানের জন্যই প্রথম চাহিদা। লোগো ডিজাইন নিয়ে অনলাইনে প্রচুর কাজ পাওয়া যায়। লোগো ডিজাইন করা যত সহজ মনে হয় আসলে এতটা সহজ নয়। তাই লোগো ডিজাইনের জন্যে টিউটোরিয়াল করা হয়েছে যা অনুসরণ করে সবাই লোগো ডিজাইন করতে পারবে। এছাড়াও লোগো ডিজাইন করে কিভাবে অনলাইনে আয় করা যায় সেটা নিয়েও আলোচনা করা হয়েছে টিউটোরিয়ালে। লোগো ডিজাইন ও বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়াল ডিভিডিতে ৫০ পর্বের টিউটোরিয়াল প্যাকেজ দেখে সবাই বিজনেস কার্ড ডিজাইন এবং লোগো ডিজাইন করতে পারবে। তবে এই টিউটোরিয়াল অনুসরণ করার জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই আগে ইলাস্ট্রেটর টিউটোরিয়াল প্যাকেজটি দেখার পরামর্শ রইল।ফটোশপ এর পাশাপাশি ইলাস্ট্রেটর সম্পর্কে না জানা থাকলে গ্রাফিক্স ডিজাইনের জ্ঞান পরিপূর্ণ হবে না। আর তাই তৈরি করা হয়েছে বাংলা ইলাস্ট্রেটর টিউটোরিয়াল । ইলাস্ট্রেটর সফটওয়্যার ভেক্টর নিয়ে কাজ করে অর্থাৎ ইলাস্ট্রেটরের সকল ডিজাইন যত খুশি বড় করতে পারবেন, কোন সমস্যা হবে। কোয়ালিটি থাকবে অটুট যা ফটোশপে পাওয়া সম্ভব না। এছাড়াও প্রিন্টের জন্য যত ডিজাইন করা হয় তা সবই ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। লোগো ডিজাইন, বুক কভার ডিজাইন , ব্রোশিয়ে অর্থাৎ সকল ধরণের কাজে ইলাস্ট্রেটর ব্যবহৃত হয়। চমৎকার সব ভেক্টর আর্ট করতে ইলাস্ট্রেটর সফটওয়্যারের জুড়ি নেই। এই টিউটোরিয়াল প্যাকেজে ইলাস্ট্রেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পর্যাক্রমে আরো টিটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের সাথে
আশাকরি আমার সাথেই থাকবেন
#ধন্যবাদ